Monday, October 7, 2019

ধিক্কার আমাদের শিক্ষা ব্যবস্থাকে,যে শিক্ষার নেই কোন মুল্য।



আপনি কি ভাবছেন!!! ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়বেন? ভালো কোন চাকরি করবেন!!! যদি তাই ভেবে থাকেন তাহলে সোনার বাংলাদেশে আপনি ভুল চিন্তা করছেন!!! আরে যে দেশে মানুষের কোন দাম নেই!! পাখির জীবনের চেয়েও মানুষের জীবন মুল্যহীন। আর ভালো কোন চাকরী? যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে একটা চাকরি বা ভালো কোন পদ পাওয়ার জন্য অশিক্ষিত কোন নেতার পিচনে গুরা লাগে!!! সামাজিক যোগাযোগ মাধ্যমে উনাদের জয়গান গাইতে হয়!!!! সহমত ভাই! সহমত ভাই করা লাগে!! তাহলে ধিক্কার জানাই এই শিক্ষা বা সার্টিফিকেট এর যার জন্য নিজের কোন ব্যক্তিত্ত থাকেনা!! নিজের বিবেক বা মেধা যদি না থাকে তাহলে ওই সার্টিফিকেট নিয়ে কি লাভ? যেখানে তা থাকা সত্তেও সহমত ভাই!  সহমত ভাই করে নেতার মন রক্ষা করা লাগবে?
ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই ভালো মানুষ হওয়া যায় না আবরার হত্যাকান্ড তার জীবন্ত প্রমাণ😥। মানুষ যদি সত্যিকারের মনুষ্যত্বই অর্জনই করতে না পারে তবে বুয়েটে পড়ুক আর হার্ভাডেই পড়ুক সে পশুই থেকে যাবে।
আবরারকে হত্যাকারী মানুষরূপী হায়েনাদের বিচার চাই। এরা বুয়েটের কলংক!! এরা জাতির কলংক ও বটে

1 comment: