Thursday, August 6, 2020

Wednesday, April 22, 2020

সমস্যা সমাধানের সরকার আপনার পাশে শুধু প্রয়োজন একটা কল

#covit19
 #করোনাভাইরাস

আপনি যদি এই ' বিপদের দিনে
কোন সংগঠন থেকে  সাহায্য নিতে ভয় পান । তাহলে দয়া করে ৩৩৩ এ কল করুন । এখন লাইনগুলাে অনেক বিজি থাকে । কল দিয়ে লাইনে অপেক্ষা করতে থাকুন | কল কেটে দিবেন না । ৫ - ৬ মিনিটের । ভেতর এজেন্ট পেয়ে যাবেন । আপনার সমস্যার কথা বলুন এবং আল্লাহর ওয়াস্তে সাহায্য পাঠাতে বলুন । খুব দ্রুত আপনার বাসায় লােক এসে যাবে । মনে রাখবেন কল কেটে দিবেন না । নয়ত আপনি সিরিয়ালে পেছনে চলে যাবেন । সরকারকে সারা বছর ট্যাক্স দিয়েছেন , ' এখন সেটার একটা অংশ সরকার আপনাকে ফিরিয়ে দিচ্ছে । এটা ভিক্ষা নয় কিংবা দান নয় । আপনার অধিকার ' | অধিকার আদায় করে নিতে হয় , । কেউ এসে দিয়ে যায় না । নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করে নিতে হয় । আপনি চেষ্টা না করলে উপরওয়ালাও আপনাকে সাহায্য করবেন না । তার জনগণকে সাহায্য করলে সেটা * HELP * এবং বাংলাদেশ সরকার এখন ঘরে  আপনার সাহায্য  পৌঁছে দিচ্ছে। সেটাকে একদল মূর্খ শ্রেণী দান - খয়রাত / ভিক্ষাবলে প্রচার করছে ' । এসব নিচু মানসিকতা থেকে বেরিয়ে  আসুন ।

#ধন্যবাদ সবাইকে।

Wednesday, November 13, 2019

আমাদের জীবনের মুল্য মাত্র ১ লাখ।



হায়রে ডিজিটাল দেশ। কি হচ্ছে এসব চলতি ট্রেনের ব্রেকের উপর ইট রেখে সহকারীকে সাথে নিয়ে ঘুমিয়ে থাকে চালক।আর তাতে ঝরে পড়ে তাজা প্রাণ।
আর সরকার দেয় ১ লাখ,কিন্তু আমার প্রশ্ন টাকা দিলেই কি স্বজনের কষ্ট কমে যাবে?
👇👇👇👇👇👇👇👇
আমাদের ডিজিটাইলেসন এর কিছু উদাহরণ  টানলাম আশা করি ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।
 👉👉যে শিক্ষকেরা শিক্ষা দেন, আমাদের ছাত্ররা তাকেই  পানিতে ডুবিয়ে মারতে চায়।
** অপহরণের ভয়ে সমাজের উচ্চ পর্যায়ের ব্যাক্তিগন সারাক্ষণ ভয়ে থাকেন,হটাৎ করেই সে না আবার নিখোঁজ হয়ে যায়।
***  শহরে চিন্তাইকারী, ডাকাত  সন্ত্রাস এতোটাই বেড়েছে যে  জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে আসা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মায়েদের চিন্তা এইযে কখন না তার আদরের সন্তান সারা জীবনের জন্য তাকে ছেড়ে  চলে যায়।
** বেড়েছে ধর্ষণ, আদালতে বিচার আটকে থাকে বছরের পর বছর, প্রসঙ্গ তনু, নুসরাতের সেই জলজ্যান্ত সিনেমার মতো ঘটে যাওয়া বাস্তবতা।
 ** নেই সাংবাদিকের স্বাধীনতা, সাগর-রুমি হত্যার বিচার এখনো ঝুলছে। সত্য উদঘাটনে বাধাগ্রস্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশ ত্যাগ  করেন একুশে টিভি সাংবাদিক ইলিয়াস হোসাইন।
** এতো ফ্লাইওভার এতো ট্রাফিক পুলিশ  কিন্তু কমছে না রাস্তার জ্যাম।
👉👉 সবগুলো লিখতে গেলে হয়তো  ১ টিভি হার্ডডিস্ক কম হয়ে যাবে,আপাতত এখানে শেষ করলাম 👈👈

আরো পড়ুন

  মসজিদ কে ব্যবসার স্থান  হিসাবে আক্ষা দিয়েছে বন্ড শাহেদ আলম



Wednesday, November 6, 2019

গরুর হদীস

দুইটি গরু রাত্রে ছিল গোয়াল ঘরে রাখা  
তার বিলাপ আর ক্রন্দনে হায় বাতাস হলো ভারি।
    
গাঁয়ের মোড়ল, প্রতিবেশী সবাই হলো জড়ো    
মোড়ল বলে, ‘কোথায় গরু খুঁজে তা বের করো’        
খুঁজতে গেল বৃদ্ধ-জোয়ান, সিকনি ঝোলা ছেলে  
খুঁজতে গেল কিষাণ বধু কোলের শিশু ফেলে     
শত খুঁজেও গরুর হদিস যায় না কোথাও পাওয়া
আজব ব্যাপার দুটো গরু কী করে হয় হাওয়া!
    
সবাই যখন গরুর খোঁজে বেড়াচ্ছে গাঁ চষে
আলসে হাবুল খুঁটছিলো নখ উঠোন কোণে বসে  
কাজে কর্মে তার অরুচি, অ্যালার্জি, অনীহা              
নানা রোগে ভুগে নাকি বর্ধিত তার প্লীহা!   
আর তা ছাড়া হাতে পায়ে পায় না সে বল মোটে  
একটু শ্রমে বুক নাকি তার ধড়ফড়িয়ে ওঠে!     
     
গরু নিয়ে শুরু হলো তুমুল আলোচনা   
আসছে উঠে তাতে হরেক ভয় ও সম্ভাবনা  
আলোচনায় ব্যস্ত সবাই ভুলে দানা-পানি             
হাবুল বলে, ‘কে নিয়েছে গরু আমি জানি’    
সবাই বলে, ‘জানিস যদি শিগগিরি বল ওরে’    
হাবুল বলে, ‘গরু দুটো নিয়ে গেছে চোরে’।   

ভীষণ রেগে মোড়ল বলে, ‘ওরে গাধা থাম!  
জানিস যদি এক্ষুনি বল তবে চোরের নাম’।    
হাবুল বলে, ‘চোরের নামও বলা কঠিন নয়    
বলতে পারি মুরুব্বিরা দেন যদি অভয়’।
মোড়ল বলে, ‘চোরের নামটা বলতে কি ভয় তোর?    
ভয় কারে কয় কত প্রকার টের তো পাবে চোর’।
           
আলগা খানিক ভাব নিয়ে সে বলল তখন জোরে —         
‘আমি শিওর, গরু নিয়ে গেছে গরু চোরে’।      
‘আবার বলতো নামটা চোরের পাজি হতচ্ছাড়া’      
বলেই মোড়ল লাঠি নিয়ে করলো তাকে তাড়া  
দৌড়ে হাবুল পেরোয় গো-পাট, মটরশুঁটির ভুঁই     
মোড়ল বলে, ‘বাঁদর পাঁজি কোথায় যাবি তুই      
ধরতে পেলে তুলে নেব আজকে পিঠের ছাল’।     
প্রাণের ভয়ে সাঁতরে হাবুল নিমেষে পার খাল।

সেই থেকে সে আর বলে না ফালতু কথা মোটে   
আলসেমিটাও কেটে গেছে, এখন সে চটপটে।

সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করলেন মিথিলা





অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

মঙ্গলবার (৫ নভেম্বর) অভিনেত্রী মিথিলা এই অভিযোগ দেন।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই দিন মঙ্গলবার এডিসি নাজমুল ইসলাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

যেখানে তিনি লিখেছিলেন, ‘দুজন মানুষের একান্ত ব্যক্তিগত ছবি ভাইরাল করা তাদের স্বাধীনতাকে অবজ্ঞা করা এবং এটা আইনের ব্যত্যয়ও বটে, যা একান্ত ঘৃণাবোধকেই উসকে দেবে এবং এটা জাতি হিসেবে আমাদের অবস্থান উন্নত বলে প্রমাণ করে না। সম্মানিত নেটিজেনদের আহ্বান জানাব, এটাকে নিয়ে না ঘাটাতে এবং অন্যের ইস্যু নিয়ে কনসার্ন্ড না হয়ে নিজের পরিবারকে সময় দিন। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘৃণ্য কাজ করছেন আদতে তারা আইনের লঙ্ঘন করছেন।’

এ বিষয়ে মিথিলার পক্ষে একজন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা ।

উল্লেখ্য, সোমবার রাতে ফেসবুকের একটি গ্রুপ থেকে নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়। এরপর রাতেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে।

সকালে এ দুই শোবিজ তারকার একাধিক অন্তরঙ্গ ছবি বিভিন্ন গ্রুপে পোস্ট হতে থাকে। ছবিগুলো নিয়ে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলতে থাকে। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনকে নাড়া দেয়। এ নিয়ে শোবিজের অনেক তারকাই তাদের মত ব্যক্ত করেছেন। অনেকে চুপ থাকলেও ব্যাপারটিতে বিস্ময় প্রকাশ করেছেন।

যদিও এখন পর্যন্ত এসব ছবির বিষয়ে ইফতেখার আহমেদ ফাহমি ও মিথিলার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিভিন্ন শো ও সাক্ষাৎকারে ইফতেখারকে নিজের ভালো বন্ধু ও শুভাকাঙ্খি বলেই পরিচয় দিয়েছেন মিথিলা।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। এই দম্পতির একমাত্র সন্তান আইরা। পরে দুজনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।


বেশ কিছুদিন আগে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ওঠে। তাদের দুজনকে একাধিকবার বিভিন্ন স্থানে দেখা যায়। এ নিয়ে বাংলাদেশেসহ কলকাতার গণমাধ্যমগুলোতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যদিও বিষয়টি নিছক গুজব বলে উড়িয়ে দেন মিথিলা।

মসজিদ কে ব্যবসা করার জায়গা হিসাবে আক্ষা দিয়েছে বন্ড শাহেদ আলম

গরুর হদীস কবিতা  

Thursday, October 24, 2019

মসজিদ নাকি ব্যবসা করার জায়গা বন্ডো বিজ্ঞানী সাহেদ আলোম।

Hইস্কনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহর মসজিদ সম্পর্কে উল্টাপালটা কথা বলেন কেনো?
হারামির বাচ্চায় বলে ইসলাম নাকি দুনিয়ার ৩য় ধর্ম।

বিস্তারিত ইলিয়াছ ভাইয়ের ভিডিওতে।