Wednesday, November 13, 2019

আমাদের জীবনের মুল্য মাত্র ১ লাখ।



হায়রে ডিজিটাল দেশ। কি হচ্ছে এসব চলতি ট্রেনের ব্রেকের উপর ইট রেখে সহকারীকে সাথে নিয়ে ঘুমিয়ে থাকে চালক।আর তাতে ঝরে পড়ে তাজা প্রাণ।
আর সরকার দেয় ১ লাখ,কিন্তু আমার প্রশ্ন টাকা দিলেই কি স্বজনের কষ্ট কমে যাবে?
👇👇👇👇👇👇👇👇
আমাদের ডিজিটাইলেসন এর কিছু উদাহরণ  টানলাম আশা করি ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।
 👉👉যে শিক্ষকেরা শিক্ষা দেন, আমাদের ছাত্ররা তাকেই  পানিতে ডুবিয়ে মারতে চায়।
** অপহরণের ভয়ে সমাজের উচ্চ পর্যায়ের ব্যাক্তিগন সারাক্ষণ ভয়ে থাকেন,হটাৎ করেই সে না আবার নিখোঁজ হয়ে যায়।
***  শহরে চিন্তাইকারী, ডাকাত  সন্ত্রাস এতোটাই বেড়েছে যে  জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে আসা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মায়েদের চিন্তা এইযে কখন না তার আদরের সন্তান সারা জীবনের জন্য তাকে ছেড়ে  চলে যায়।
** বেড়েছে ধর্ষণ, আদালতে বিচার আটকে থাকে বছরের পর বছর, প্রসঙ্গ তনু, নুসরাতের সেই জলজ্যান্ত সিনেমার মতো ঘটে যাওয়া বাস্তবতা।
 ** নেই সাংবাদিকের স্বাধীনতা, সাগর-রুমি হত্যার বিচার এখনো ঝুলছে। সত্য উদঘাটনে বাধাগ্রস্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশ ত্যাগ  করেন একুশে টিভি সাংবাদিক ইলিয়াস হোসাইন।
** এতো ফ্লাইওভার এতো ট্রাফিক পুলিশ  কিন্তু কমছে না রাস্তার জ্যাম।
👉👉 সবগুলো লিখতে গেলে হয়তো  ১ টিভি হার্ডডিস্ক কম হয়ে যাবে,আপাতত এখানে শেষ করলাম 👈👈

আরো পড়ুন

  মসজিদ কে ব্যবসার স্থান  হিসাবে আক্ষা দিয়েছে বন্ড শাহেদ আলম



No comments:

Post a Comment